একসঙ্গে অন্তঃসত্ত্বা একই হাসপাতালের ১৪ নার্স!

14 nurses from the same hospital are pregnant at the same time!

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি হাসপাতালে এক বিরল ও আনন্দঘন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এইচএসএইচএস সেন্ট ভিনসেন্ট হাসপাতালে কর্মরত মোট ১৪ জন নার্স একই সময়ে অন্তঃসত্ত্বা হয়েছেন। আরও চমকপ্রদ বিষয় হলো—তাদের অধিকাংশের সন্তান জন্মদানের সম্ভাব্য সময়ও কাছাকাছি।

এই খবরটি প্রথম প্রকাশ করে ইউএসএ টুডে। হাসপাতাল কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে এবং একে ইতিবাচক ঘটনা হিসেবে দেখছে। যদিও শুরুতে চিন্তা ছিল, একই বিভাগের এত নার্স একসঙ্গে মাতৃত্বকালীন ছুটিতে গেলে দৈনন্দিন ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা হতে পারে, তবে নার্সরা এখনো পুরোপুরি দায়িত্বশীলভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।

হাসপাতালের নারী ও শিশু কেন্দ্রের পরিচালক অ্যামি বার্ডন জানিয়েছেন, এটি নার্সদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। অনেকেই প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন, যা তাদের ব্যক্তিজীবনের পাশাপাশি পেশাগতভাবেও একটি বিশেষ মুহূর্ত। তিনি বলেন, “এরা প্রত্যেকেই পেশাদার শিশু বিশেষজ্ঞ, এবং এবার তারা নিজেদের সন্তানেরও যত্ন নেবেন, এটি এক অনন্য অভিজ্ঞতা।”

১৪ অন্তঃসত্ত্বা নার্সের একজন অ্যাশলিন শর্ট জানান, তিনি ২০১৩ সাল থেকে এই হাসপাতালে এবং ২০১৫ সাল থেকে উইমেন অ্যান্ড ইনফ্যান্ট সেন্টারে কাজ করছেন। আগস্টে তিনি তাঁর পঞ্চম সন্তানের জন্ম দেওয়ার অপেক্ষায় রয়েছেন। তাঁর অন্য চার সন্তানের বয়স যথাক্রমে ২, ৪, ৭ এবং ৯ বছর।

অ্যাশলিন বলেন, “এতজন সহকর্মী একসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটা প্রথমে সবাইকে অবাক করেছিল। তবে এটিই আমাদের কাজের জায়গাকে আরও পারিবারিক করে তুলেছে।” তিনি আরও জানান, নতুন মায়েদের সহায়তা করা এবং তাদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়াটাও তার কাছে দারুণ এক আনন্দের বিষয়।

এই ঘটনা শুধু সংশ্লিষ্ট নার্সদের জন্য নয়, পুরো হাসপাতাল কমিউনিটির জন্য এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকল। এর মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে হাসপাতালজুড়ে, আর সেটি যেন ছোট্ট একটি পরিবারে পরিণত করেছে পুরো কর্মপরিবেশকে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post