মিশরে হুন্ডি ব্যবসার অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেপ্তার

5 bangladeshi students arrested in egypt for alleged hundi business

মিশরের কায়রো শহরের তাব্বা এলাকায় হুন্ডি ব্যবসার অভিযোগে পাঁচজন বাংলাদেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। তবে অভিযুক্তদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, এক মিশরীয় নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে একজন বিদেশিকে মুক্ত করে এবং চার বাংলাদেশিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ভিকটিমের মোবাইল ফোন এবং দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীরা স্বীকার করেন, ভিকটিমের সঙ্গে ডলার লেনদেনের বিষয় ছিল। তারা দাবি করেন, ভিকটিম বড় অঙ্কের টাকা আত্মসাৎ করায় তাকে জিম্মি করে টাকাগুলো ফেরত আনার চেষ্টা চালানো হয়। ভিকটিমের মিশরীয় বান্ধবী পুলিশের সহায়তা চাইলে তাকে উদ্ধার করা হয়। অননুমোদিত আর্থিক লেনদেনে জড়িত থাকায় ভিকটিমকেও গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার পর মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, এক নাহিদ হাসান নামে বাংলাদেশি ব্যক্তি ব্যবসার কথা বলে চার শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা নিয়েছিলেন। টাকা ফেরত না পাওয়ায় তাকে আটকে রাখা হয়, তবে অপহরণ নয় বলে দাবি তাদের।

বাংলাদেশি শিক্ষার্থী সংগঠকরা জানান, কিছু ব্যক্তি শিক্ষার্থীর পরিচয়ে মিশরে এসে হুন্ডি, সোনা ও অবৈধ পণ্যের ব্যবসায় জড়াচ্ছেন। সামাজিক মাধ্যমে ‘কায়রো টু ঢাকা ফ্রি টিকিট’ অফারের আড়ালে চলছে পাচার চক্র। তারা মিশরে একটি বাংলাদেশি বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলার আহ্বান জানান, যাতে বৈধ উপায়ে অর্থ পাঠানো সম্ভব হয়। বর্তমানে গ্রেপ্তারদের বিচার প্রক্রিয়া চলমান, দোষী প্রমাণিত হলে তাদের বহিষ্কারের সম্ভাবনা রয়েছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize