সম্প্রতি, ‘আলহামদুলিল্লাহ, পুনরায় নামকরণ করা হয়েছে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ শীর্ষক দাবিটে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করার দাবিটি সত্য নয় বরং, প্রচারিত দাবিটি গুজব বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে বিশ্বস্ত কোনো সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, গত ২৭ সেপ্টেম্বর যুগান্তরের ওয়েবসাইটে “শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে যা জানাল কর্তৃপক্ষ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর ‘বিশ্ব পর্যটন দিবস-২০২৪’ উপলক্ষ্যে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু নাসের খান নাম পরিবর্তনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছিলেন।
বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর জনসংযোগ শাখার সহকারী পরিচালক কাউছার মাহমুদ রিউমর স্ক্যানারকে বলেন, ‘এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এটি সম্পূর্ণ গুজব।’
উল্লেখ্য, ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে বর্তমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করার অনুমোদন দেয় শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভা।
সুতরাং, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post