কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা দিয়ে তিন যুবককে ভারতে পাচারকালে পাচারকারী আপন মিয়া সহ চারজনকে আটক করেছে বিজিবি। শনিবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকা থেকে সুলতানপুর ব্যাটেলিয়ান ৬০ বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার এর বরাতে অনলাইন যোগাযোগ মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, সুলতানপুর ব্যাটালিয়ন এর অধীনে কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল এলাকায় সীমান্ত পিলার থেকে ১০ গজ অভ্যন্তরে বাংলাদেশেী নারায়নপুর থেকে মোঃ আপনি মিয়া নামে এক যুবককে আটক করা হয়। আপন মিয়া শশীদল এলাকার নারায়ণপুর গ্রামের ফয়েজ আহমেদের ছেলে।
পরে আপন মিয়ার সহায়তায় পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আরো তিন যুবককে আটক করে বিজিবি। তারা হলো হবিগঞ্জ জেলার শতক বাজার গ্রামের বজলুল আমিন ও মামুন মিয়া এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের নারায়ণপুর গ্রামের তারিকুল ইসলাম।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা শেষে বিজিবি টহল দল আটককৃতদের কাছ থেকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারে, মানব চোরাচালানকারীর সদস্য মোঃ আপন মিয়া এর সহায়তায় ওই তিন বাংলাদেশী যুবক অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। তাদের ব্যবহৃত ৪টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে বিজিবি।
পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ এর চেষ্টা করার দায়ে তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post