সাতক্ষীরায় প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত মুখ বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। কয়েকজন মুখোশধারী দুবৃত্তরা প্রবাসীর বাড়ির পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত মুখ বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ও প্রবাসীর মূল্যবান জিনিসপত্রসহ ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
রবিবার দিবাগত রাত অনুমান একটার সময় সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর এলাকার মাজেদ মোড়ল নামে এক প্রবাসীর বাড়িতে এঘটনা ঘটে।
প্রবাসী মাজেদ মোড়লের স্ত্রী সাবিনা খাতুন জানান, রবিবার দিবাগত রাত অনুমান একটার সময় কয়েকজন মুখোশধারী দুবৃত্তরা সদর উপজেলার কুচপুকুর এলাকায় আমার বাড়ির গেটের তালা ও ঘরের দরজা তাল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রথমে তাকে (সাবিনাকে) অস্ত্রের মুখে জিম্মি করে তার হাত ও মুখ বেঁধে বেদম মারপিট করে হত্যার হুমকি দিয়ে তার ঘরের চাবি নিয়ে নেয়।
এরপর তার ছেলে রাসেলের মুখে অস্ত্র ঠেকিয়ে বাড়ির সবাইকে হাত পা বেঁধে মুখোশধারীরা নগদ টাকা স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে তিনি জানান। ওই বাড়িতে তিনি ও তার ছেলে এবং ছেলের বউ থাকেন বলে তিনি আরো জানান।
এ ব্যাপারে পুলিশ সুপারের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসীর পরিবার।
সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, ঘটনাটি আমার জানা নেই। আমি এখনি সদর থানার ওসিকে ব্যবস্থা নিতে বলছি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post