স্থানীয় সময় রোববার (১৬ জুন) পাপুয়া নিউগিনিতে জ্বালানি নেয়ার সময় বিমানটি বিকল হয়ে যায়। সোমবার (১৭ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়, চারদিনের রাষ্ট্রীয় সফরে জাপানে অবস্থান করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। এই সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা করবেন এবং নিউজিল্যান্ডের ব্যবসার প্রচারের বিষয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
তবে জাপান যাওয়ার পথে তাকে বহনকারী নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর বিমানটি হঠাৎ বিকল হয়ে যায়। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাপুয়া নিউগিনিতে প্রধানমন্ত্রীকে বহনকারী বোয়িং ৭৫৭ বিমানটি বিকল হয়ে যায়। ফলে পোর্ট মোরসবিতে আটকা পড়েন লাক্সনের সফরসঙ্গী ব্যবসায়িক প্রতিনিধি দল ও সাংবাদিকেরা। পরে প্রধানমন্ত্রী বাণিজ্যিক বিমানে করে জাপানের উদ্দেশে উড়াল দেন।
প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর দুটি বোয়িং ৭৫৭-এর বয়স ৩০ বছরেরও বেশি। অনেক বেশি পুরোনো হওয়ায় বিমান দুটি প্রায়ই বিকল হয়ে পড়ে।
নিউজিল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী জুডিথ কলিন্স সোমবার রেডিও স্টেশন নিউজস্টক জেডবিকে বলেছেন, ‘প্রায়ই ফ্লাইটগুলোর সমস্যা হয়; যা বিব্রতকর।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post