ইতালিতে এক প্রবাসী বাংলাদেশিকে ‘অপহরণের’ অভিযোগে ৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ‘অপহৃত’ বাংলাদেশি আলাউদ্দিন আলো একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী।
এ ঘটনায় আরও অনেকের জড়িত থাকার সন্দেহে তদন্তের জন্য গ্রেপ্তার হওয়া কারো নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।
স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে রোমের একটি আবাসিক হোটেল থেকে ‘অপহৃত’ আলাউদ্দিনকে উদ্ধার এবং এসময় তার সঙ্গে থাকা ৪ ‘অপহরণকারী’ বাংলাদেশিকে আটক করে পুলিশ। রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. জসীমউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া বাংলাদেশি আলাউদ্দিন বলেন, রোববার সন্ধ্যায় পরিচিত এক বাংলাদেশির ফোন পেয়ে বাসার নিচে নামেন। পরে তার সঙ্গে কথা বলতে বলতে হেঁটে দূরে যান।
এসময় হঠাৎ একটি মাইক্রোবাস এসে তাকে জোর করে তুলে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পরে ৫০ হাজার ইউরো মুক্তিপণ দাবি করে।
প্রায় ২৫ বছর ধরে ইতালিতে বসবাস করা আলাউদ্দিন অভিযোগ করেন, তাকে স্থানীয় একটি আবাসিক হোটেলে আটকে রাখা হয়। মঙ্গলবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং অপরাধীদের আটক করে।
এ বিষয়ে রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জানান, আলাউদ্দিন ও তার দেশে থাকা পরিবারের সদস্যদের নিরাপত্তা দিতে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post