কম আয়ের মানুষের জন্য ‘সুলতান হাইথাম সিটি’ নামে নতুন একটি শহর বানানোর ঘোষণা দিয়েছে ওমান সরকার। এই শহর রাজধানী মাস্কাটের পাশে নির্মাণ করা হবে, যাতে বসবাস করতে পারবেন ১ লাখ মানুষ। শহরটিতে বাসস্থান ছাড়াও থাকবে সব ধরনের নাগরিক সুবিধা। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশটির স্বল্প আয়ের বাসিন্দাদের আবাসন সমস্যা অনেকটাই লাঘব হবে।
ওমানের কিছু যায়গায় আবাসন সমস্যা বহুদিনের। সেই সমস্যা সমাধানের লক্ষ্যে নাগরিকদের জন্য আলাদা একটি শহর বানানোর উদ্যোগ নিলো দেশটির সরকার। রাজধানী মাস্কাটের অদূরে ১ কোটি ৪৮ লাখ বর্গমিটার জায়গা জুড়ে নির্মাণ করা হবে নতুন এই শহরটি।
প্রস্তাবিত এ শহরে কম আয়ের মানুষের জন্য ২০ হাজার বাড়িঘর তৈরি করা হবে । সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা নিয়ে সেখানে ১ লাখ মানুষ বসবাস করতে পারবে। বাসস্থানের পাশাপাশি শহরটিতে থাকবে স্কুল, ধর্মীয় স্থান, হাসপাতাল, একটি বিশ্ববিদ্যালয় এবং শপিং সেন্টার। সম্প্রতি এই ঘোষণা দিয়েছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক।
তিনি বলেন, এ শহরে বাড়ি দেয়ার ক্ষেত্রে প্রাধান্য দেয়া হবে বাড়ি ভাড়া পরিশোধ করতে হিমশিম খাচ্ছে এমন বিবাহিত দম্পতিদের। তবে ন্যূনতম মজুরি পাওয়া ব্যক্তি, এতিম, বিধবা, তালাকপ্রাপ্ত বা অবিবাহিত নারী, বন্দীদের পরিবার, প্রতিবন্ধী এবং প্রবীণ নিম্ন আয়ের নাগরিকরাও সেখানে বসবাস করতে পারবে।
ওমানবাসী সুলতানের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে। মাস্কাট শহরের উন্নয়ন এবং সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রাখার পাশাপাশি প্রকল্পটি ওমানের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলেও বিশেষজ্ঞরা মনে করছেন।
তথ্যমতে ২০২৪ সালের শুরুতে শহরটির নির্মাণকাজ শুরু হবে এবং এর তিন বছরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে। প্রকল্পের ঘোষণা নিয়ে ওমান নিউজ এজেন্সি একটি প্রতিবেদনও ছাপিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post