দক্ষিণ-পূর্ব ইউরোপের একাধিক দেশে হঠাৎ করেই গুগলের বিভিন্ন পরিষেবা ব্যবহার করতে না পারার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকে ইউটিউব, জিমেইল, গুগল ম্যাপস, ক্রোম এবং গুগল ট্রান্সলেটসহ বেশ কয়েকটি জনপ্রিয় প্ল্যাটফর্মে প্রবেশে সমস্যার সম্মুখীন হচ্ছেন লাখো ব্যবহারকারী।
টেলিযোগাযোগ বিভ্রাট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউনডিটেক্টর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই এ সমস্যা শুরু হয়। পাশাপাশি, ট্র্যাকার ওয়েবসাইট আউটেজ রিপোর্ট নিশ্চিত করেছে যে তুরস্ক, বুলগেরিয়া, গ্রিস, জর্জিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, রোমানিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, আর্মেনিয়া ও আজারবাইজানসহ অন্তত ১৬টি দেশ থেকে এ ধরনের অভিযোগ উঠেছে।
ব্যবহারকারীদের অনেকে জানিয়েছেন, শুধু গুগলের পরিষেবাই নয়, সুইডিশ অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইও এ বিভ্রাটে আংশিকভাবে প্রভাবিত হয়েছে। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য অভিযোগ জমা পড়ছে।
আরও
তবে ঠিক কী কারণে এ বিভ্রাট ঘটেছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এখন পর্যন্ত গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটেডও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশ করেনি।
বিশেষজ্ঞদের মতে, আঞ্চলিক পর্যায়ে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি বা সার্ভার সমস্যার কারণে এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।











