সর্বশেষ

হ্যাকারের উদ্দেশে ইভ্যালির রাসেলের বার্তা

Evaly's russell's message to hackers

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল সম্প্রতি তাদের সিস্টেমে হ্যাকিংয়ের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাকারকে উদ্দেশ করে বার্তা দিয়েছেন। তিনি জানান, এই ঘটনায় গ্রাহক ও বিক্রেতাদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই এবং পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আনা হবে।

গত রবিবার (২৫ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাসেল হ্যাকারকে উদ্দেশ করে লেখেন, “আপনি শুধু আমাদের সাময়িক কষ্ট দিতে পেরেছেন। তবে এর মাধ্যমে ইভ্যালির গ্রাহক বা সেলারদের বড় কোনো ক্ষতি হবে না।”

তিনি আরও উল্লেখ করেন, যদি হ্যাকার বিদেশি হন, তাহলে ইভ্যালির ডেটা দেখে হয়তো ভুল বুঝতে পারেন। কারণ ইভ্যালির বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো নয়, যদিও ভবিষ্যত সম্ভাবনাময়। প্রতিষ্ঠানটি এখনো কঠিন সময় পার করছে, তাই তাদের পক্ষে হ্যাকারদের চাহিদা পূরণ করা সম্ভব নয় বলেও জানান তিনি।

রাসেল বলেন, “আমরা কেবল মাত্র সেলসে ভালো একটি গতি পাচ্ছিলাম, ঠিক সেই সময়েই এমন ঘটনা ঘটলো। আমাদের টিমও ছোট, তাই সাময়িকভাবে কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে আমাদের নিয়মিত ডেটা ব্যাকআপ থাকে, ফলে স্থায়ী কোনো ক্ষতি হবে না।”

পোস্টের শেষদিকে তিনি জানান, অনুরোধ করেও লাভ নেই, তবে জানিয়ে দিলেন— ইভ্যালি শিগগিরই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে এবং যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

এই হ্যাকিংয়ের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও ইভ্যালির কারিগরি টিম পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup