ছুটিতে দেশে ফিরে প্রাণ হারালেন সৌদি প্রবাসী

ভাইয়ের হাতে ভাই খুন, সম্পত্তি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল প্রবাসীর

Probash Time Whatsapp Channel

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে আকরাম শেখ (৪৫) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নড়াগাতি থানার চর শুকতাইল গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত আকরাম শেখ উপজেলার জয়নগর ইউনিয়নের চর শুকতাইল গ্রামের মো. হেকমত শেখের ছেলে। তিন মাসের ছুটিতে দেশে ফিরেছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, দীর্ঘদিন ধরে চর শুকতাইল গ্রামে হেকমত শেখ ও আনসার জমাদ্দার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল।

ছুটিতে দেশে ফিরে প্রাণ হারালেন সৌদি প্রবাসী

এরই জেরে বুধবার রাতে আকরাম শেখ স্থানীয় তফসিরের চায়ের দোকানে গেলে আনসার জমাদ্দার গ্রুপের ১৫-২০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়।

ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আকরাম শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হেকমত শেখ গ্রুপের সমর্থকরা প্রতিপক্ষ আনসার জমাদ্দার সমর্থিত কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের ধরতে যৌথবাহিনীর অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

 

আরও দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city