সর্বশেষ

হজযাত্রীদের ব্যাগে জর্দা-চুন-শুঁটকি, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

Religious affairs ministry warns of zarda, lime and dried dates in hajj pilgrims' bags

হজ ফ্লাইটে বিড়ি, সিগারেট, তামাকপাতা, গুল, জর্দা, চুন ও শুঁটকির মতো অননুমোদিত মালামাল থাকার কারণে সৌদি আরবের এয়ারপোর্ট কর্তৃপক্ষ হজযাত্রীদের লাগেজ আটক করছে। এ বিষয়ে হজযাত্রীদের সতর্ক করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ এজেন্সি মালিকদের অনুরোধ জানিয়েছে।

মন্ত্রণালয় থেকে হজ এজেন্সি মালিকদের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, হজযাত্রীদের লাগেজে অননুমোদিত এবং অপ্রয়োজনীয় জিনিস থাকার কারণে সৌদি আরবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ লাগেজ আটক করছে, ফলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, সৌদি সরকারের আইন অনুযায়ী, নেশা জাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, শুঁটকি, গুড়, রান্না করা খাবার, পচনশীল দ্রব্যাদি ইত্যাদি পরিবহন নিষিদ্ধ। তাই হজযাত্রীদের এসব পণ্য বহন না করার অনুরোধ করা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ এজেন্সিগুলোকে হজযাত্রীদের এই বিষয়ে সতর্ক করতে অনুরোধ জানিয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup