ওমানে কোনো করোনা রোগীর বিষয়ে তথ্য লুকালে নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে ওমান সরকার। ওমানের জনশক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকল বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানানো হলো যে, সকল বেসরকারি প্রতিষ্ঠান তাদের কর্মীদের করোনা সংক্রমিত হলে বা লক্ষণ পাওয়া গেলে নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্রগুলিতে পাঠাতে হবে। বৃহত্তর জনস্বার্থে কোনো প্রতিষ্ঠান তথ্য গোপন করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে সরকার। করোনার লক্ষণ পাওয়া গেলে উপযুক্ত কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
মন্ত্রণালয় বিবৃতিতে আরো জানিয়েছেন যে, সকল কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব প্রত্যেক প্রতিষ্ঠানের। অবশ্যই দেশটির সকল প্রতিষ্ঠান তাদের কর্মীদের উত্তম কাজের পরিবেশ তৈরি করবে। একই সাথে করোনা প্রতিরোধে সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে তাতে সহযোগিতা করবে। কোনো প্রতিষ্ঠান করোনা রোগীদের তথ্য গোপন করতে পারবে না।
আরও পড়ুনঃ ওমানের পতাকা ৩০১ না ২০১ রিয়াল?
উল্লেখ্য: ওমান করোনা প্রতিরোধে বেশ কঠোর পদক্ষেপ হাতে নিয়েছে। বর্তমানে দেশটিতে করোনা মোকাবেলায় অন্যান্য দেশের তুলায় অনেক এগিয়ে। এই অবস্থায় কোনো প্রতিষ্ঠান যেনো তাদের কর্মীদের করোনা হলে বা উপসর্গ দেখা দিলে অবশ্যই নিকটস্থ পরীক্ষা কেন্দ্রে বা হাসপাতালে প্রেরণ করে। সকল কর্মীদের বর্তমান পরিস্থিতিতে সকল ধরনের সুবিধা প্রদান করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে দেশটির সরকারের পক্ষথেকে।
https://www.youtube.com/watch?v=_C6JICciFPM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post