রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদে কারও দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন না করা এবং সংসদের মেয়াদ চার বছর নির্ধারণ করাসহ সংবিধান সংস্কারের বেশ কয়েকটি সুপারিশ করেছে বিকল্পধারা বাংলাদেশ। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে স্বাধীন ও সার্বভৌম ক্ষমতা দেওয়ার পরামর্শ দিয়েছে দলটি, যাতে নির্বাচন কমিশন সব ধরনের ভয়ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে পারে।
বুধবার সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে বিকল্পধারার পক্ষে জমা দেওয়া পৃথক দুটি লিখিত প্রস্তাবনায় এমন সুপারিশ করা হয়। বিকল্পধারার নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নানের স্বাক্ষরকৃত প্রস্তাবনা দুটি দুই কমিশনের কার্যালয়ে জমা দেন দলীয় প্রতিনিধিরা।
সংবিধান সংস্কারের প্রস্তাবনায় আরও বলা হয়, সংসদ সদস্যদের নিজ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট প্রদানের স্বাধীনতা থাকবে। তবে যে কোনো অনাস্থা প্রস্তাবের ক্ষেত্রে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়া যাবে না। সংসদের কার্যক্রম গতিশীল ও জবাবদিহি নিশ্চিত করতে সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বিরোধী দল থেকে মনোনীত হবেন।
এতে বলা হয়, যে কোনো প্রকার ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য বা কার্যকলাপ অপরাধ হিসেবে গণ্য হবে। দুর্নীতি দমন কমিশনের জবাবদিহি নিশ্চিত করতে ন্যায়পাল নিয়োগ দিতে হবে। শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য ধর্মীয় মূল্যবোধ সচেতন শিক্ষাবিদদের নিয়ে শিক্ষা কমিশন গঠনের মাধ্যমে বিশ্বমানের পর্যায়ে উন্নতি করার প্রস্তাবও দিয়েছে বিকল্পধারা।
অন্যদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাবনায় বিকল্পধারা বলেছে, নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করে নির্বাচন ব্যয় কমিয়ে আনতে হবে। এ জন্য প্রযুক্তিনির্ভর প্রচার-প্ররোচনা ও ভোট প্রদানের ওপর গুরুত্ব দিতে হবে। নিবন্ধিত রাজনৈতিক দলের ভোটের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা যেতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post