ইতিহাস গড়ার কাছাকাছি গিয়েও অপেক্ষার পর্ব আরও দীর্ঘ হচ্ছে ওমানের। নিজেদের ভূখণ্ড থেকে প্রথমবার আধুনিক দ্রুতগতির প্রযুক্তি রকেট উৎক্ষেপণ অনির্দিষ্ট সময়কালের জন্য স্থগিত করা হয়েছে।
ওমান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুকুম-১ নামে যে রকেটটি বুধবার উৎক্ষেপণের কথা ছিলো আবহাওয়ার পরিস্থিতির কারণে তা আপাতত স্থগিত করা হয়েছে। আবহাওয়ার উন্নতি সাপেক্ষে পরবর্তীতে নতুন শিডিউল করা হবে।
এর আগে প্রথমবারের মত ওমানের দক্ষিণ দুখুম এলাকার লঞ্চ প্যাড থেকে পরীক্ষামুলকভাবে সায়েন্টিফিক এই রকেটটি উৎক্ষেপণ করার কথা জানানো হয়। এর মধ্য দিয়ে মহাকাশযাত্রায় নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে আছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশটি।
দুখুম-১ এর দৈর্ঘ ৬.৫ মিটার এবং ওজন ৮০ কেজি। যার গতি থাকবে প্রতি সেকেন্ডে ১ হাজার ৫৩০ মিটার। লঞ্চ হওয়ার পর ১৫ মিনিটের আনুমানিক সময়কালে এটি সী লেভেল থেকে ১৪০ কিলোমিটার উচ্চতায় ঘুরে আসার কথা।
তবে আপাতত নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সাধারণ মানুষ লঞ্চিংয়ের দৃশ্যটি স্বচক্ষে দেখতে পারবেন না এবং কোনো লাইভ মিডিয়া কভারেজও থাকবেনা।
জানা গেছে, রকেট উৎক্ষেপণের সামগ্রিক কার্যক্রম তত্ত্বাবধান করছে ওমানের পরিবহন, যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। যা বাস্তবায়ন করছে ওমানের National Aerospace Services Company বা NASCOM এর সহযোগী প্রতিষ্ঠান ‘ইতলাক’।
২০২৫ সালের মধ্যে আরও ৩ টি রকেট উৎক্ষেপণের পরিকল্পনা আছে ওমানের। পরবর্তীতে এগুলোর সময়সূচী ঘোষণা করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post