আজ বুধবার, ৪ ডিসেম্বর, সকাল ৯:৫০ মিনিটে ওসমানী বিমানবন্দরে দুবাই থেকে আগত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-২৪৮) থেকে শুল্ক গোয়েন্দারা ১১টি স্বর্ণের বার জব্দ করেছেন।
বিমানের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত এই স্বর্ণের বারগুলোর মোট ওজন ১ কেজি ২৮৩ গ্রাম।
কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারী কমিশনার (চলতি দায়িত্ব) বিকাশ চন্দ্র দেবনাথ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা।
এই ঘটনায় জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করার জন্য বিস্তারিত তদন্ত চলছে।
শুল্ক গোয়েন্দারা বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং স্বর্ণ চোরাচালান রোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post