গত ২৮ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার রাতে, সৌদি আরবের আল বাহা শহরের একটি কনফারেন্স হলে হেফাজতে ইসলাম বাংলাদেশ, আল বাহা শাখার উদ্যোগে একটি সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“বৈষম্য বিরোধী আন্দোলনে প্রবাসীদের অবদান” শীর্ষক এই আয়োজন শাখার আমির মাওলানা মুফতি রুহুল আমিন সাহেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা আহমদ ও আল আমীন আস সাদীকের যৌথ সঞ্চালনায় পরিচালিত হয়।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করেন শাখার দায়িত্বশীল মাওলানা আব্দুর রহমান।
আলোচনা সভায় বক্তারা প্রবাসীদের অধিকার, নিরাপত্তা, এবং দেশ-বিদেশে প্রবাসীদের হয়রানি ও তাদের সুযোগ-সুবিধা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা আহমদ তার উদ্বোধনী বক্তব্যে প্রবাসীদের অবদানের গুরুত্ব তুলে ধরেন। শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আইয়ুব আহমদ লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন। সিনিয়র সহ-সভাপতি মাওলানা জাকারিয়া আহমদও সভায় তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। সভায় অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণ করে বক্তব্য রাখেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি):
আল বাহা শাখার সভাপতি জনাব হারুন আহমেদ পাটোয়ারী, উপদেষ্টা জনাব ফজিলত শেখ, সাধারণ সম্পাদক এস এম জালাল উদ্দিন, এবং সাংগঠনিক সম্পাদক সেলিম খান বক্তব্য রাখেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ:
শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা লোকমান আহমদ কাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ ফয়সাল আহমদ, এবং প্রচার সম্পাদক এম ইমরান আহমদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী:
শাখার সভাপতি জনাব জনি ফকির, সাধারণ সম্পাদক ইউনুস আরাফাত, এবং পরামর্শ সদস্য জনাব হারুন আহমদ বক্তব্য দেন।
অন্যান্য উপস্থিত ব্যক্তিত্ব:
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা নাজমুউদ্দিন রহমান, মাওলানা সাদিক আহমদ, ক্বারী নোমান বশিরী, এবং হাফিজ হুসাইন আহমদসহ শাখার বিভিন্ন দায়িত্বশীল ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
এ আলোচনা সভা প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য দূরীকরণে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post