আরব আমিরাতে ক্ষমাপ্রাপ্ত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ২৪ জন সোমবার দেশে ফিরছেন।
এদিন বিমানবন্দরে পৌঁছালে তাদের সংবর্ধনা জানায় প্রবাসী নেটওয়ার্ক বাংলাদেশ চ্যাপ্টার ও তাদের আত্মীয় স্বজনরা। এসময় প্রবাসীরা তাদেরকে দ্রুত প্রবাসে ফেরত বা দেশে পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
এর আগে গত ২৯ নভেম্বর মিছিল ও বিক্ষোভ করে গ্রেপ্তার হওয়া আরও ৭৫ প্রবাসীকে ক্ষমা ঘোষণা করে আমিরাত সরকার।
সরকারি হিসেবে ১৮৮ জন মুক্তি পাওয়ার কথা উল্লেখ হলেও এ নিয়ে মোট ২১২ জনকে মুক্তি দিলো দেশটি। তার আগে প্রথম দফায় গত ৩ সেপ্টেম্বর ৫৭ জন বাংলাদেশিকে সাধারণ ক্ষমা করা হয়।
প্রবাসী নেটওয়ার্ক বাংলাদেশ চ্যাপ্টারের আহ্বায়ক ইসমাইল হোসেন ফাহিম বলেন, জুলাই ফ্যাসিবাদ বিরোধী রক্তক্ষয়ী আন্দোলনে প্রবাসীদের ত্যাগ ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।
প্রবাসী বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে, এর ধারাবাহিকতায় আরব আমিরাতেও প্রবাসীরা প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করায় গ্রেপ্তার হন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post