‘বাংলাদেশে হিন্দুদের মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে’—এমন দাবি জানিয়ে একটি ভিডিও ফুটেজ নিজেদের এক্স অ্যাকাউন্টে প্রচার করেছে সংবাদমাধ্যম আরটি ইন্ডিয়া। এ বিষয়ে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, এ তথ্য সঠিক নয়। আর ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতের পশ্চিমবঙ্গের।
আরটি ইন্ডিয়া গতকাল সোমবার ভিডিওটি প্রচার করে। হাজারের বেশি ব্যবহারকারী এটি দেখেছেন।
এ বিষয়ে গতকাল ফেসবুক পোস্টে রিউমার স্ক্যানার জানায়, যে ভিডিও ফুটেজ বাংলাদেশের বলে দাবি করে প্রচার করা হয়েছে, সেটা আসলে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি কালীমন্দিরের।
রিউমার স্ক্যানার বলেছে, মন্দিরে হামলা–ভাঙচুরের দাবিটিও মিথ্যা। কেননা, ওই ভিডিও ফুটেজ মন্দিরে হামলা কিংবা ভাঙচুরের নয়। বরং বর্ধমানের মন্দিরের ধর্মীয় আচার পালনের ভিডিও এটা। এটাকে বাংলাদেশের মন্দিরে ভাঙচুরের ভিডিও হিসেবে প্রচার করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post