রাজধানীর মুগদার সরদার বাড়ি এলাকা থেকে নাদিরা আক্তার ইভা (৩৭) নামে কম্বোডিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের বাড়ি বগুড়া জেলায়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দা আফসানা আফরোজ।
তিনি বলেন, ১২ বছরের সন্তান নিয়ে সরদার বাড়ি এলাকার একটি বাসার পঞ্চম তলায় ভাড়া থাকতেন নাদিরা আক্তার ইভা। তার স্বামী আবু সালে একজন কম্বোডিয়া প্রবাসী। খবর পেয়ে (রোববার) রাত ১০টার দিকে দরজা ভেঙে ঐ প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।
তিনি আরও বলেন, আশপাশের লোকমুখে জানতে পারি— প্রবাসী স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালোই ছিল। কিন্তু হঠাৎ করে স্বামীর সঙ্গে হয়তো বা কিছু হয়েছে, যার কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post