কুষ্টিয়ায় সেনাবাহিনীর পোশাক, ব্যাজ ও ওয়াকিটকি এবং খেলনা পিস্তলসহ এক ভুয়া মেজরকে আটক করেছে পুলিশ। রবিবার (১ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর বাজার থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, ওই ব্যক্তির নাম আমান। তিনি ঠাকুরগাঁও জেলার রাণীনগরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন বলেন, ‘ওই ব্যক্তির সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলার পর তাকে আদালতে পাঠানো হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post