মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ফের ভয়াবহ রূপ নিচ্ছে মহামারী করোনা। দেশটিতে গত ২০ দিন যাবত বেড়েই চলছে করোনায় নতুন আক্রান্ত এবং মৃতের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গণহারে ভ্যাকসিন প্রয়োগ শুরু করলেও নিয়ন্ত্রণে আসছেনা সংক্রমণ। এমতাবস্থায় ড্রাইভ থ্রু সিস্টেমে ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে মাস্কাট স্বাস্থ্যসেবা অধিদফতর।
বুধবার (৯-জুন) এক বিবৃতিতে স্বাস্থ্যসেবা অধিদফতর জানিয়েছে, শীঘ্রই মাস্কাটে ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশনে যানবাহনের অভ্যন্তরে ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে। অর্থাৎ সাধারণ মানুষের মাঝে সহজে ভ্যাকসিন পৌঁছে দিতে গাড়িতে থাকা অবস্থায় ড্রাইভ থ্রু সিস্টেমে ভ্যাকসিন দিবে ওমান সরকার।
এই সিস্টেম চালু হলে কাউকে ভ্যাকসিন নিতে কাউকে স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই, নিজের গাড়িতে বসেই ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন সাধারণ মানুষ। তবে এই সিস্টেমটি কবে নাগাদ চালু হবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য না দিলেও দ্রুত চালু করা হবে বলে জানিয়েছে মাস্কাট স্বাস্থ্যসেবা অধিদফতর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post