চলতি বছরের অক্টোবরের মধ্যে আরো প্রায় ৫ মিলিয়ন নতুন করোনা ভ্যাকসিন ওমানে এসে পৌঁছাবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক উর্দ্ধতন কর্মকর্তা এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছে। আগামীতে শিক্ষা ও সরকারী প্রতিষ্ঠানে প্রবেশের জন্য এই টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হতে পারে বলেও জানান এই কর্মকর্তা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক বদর আল রাওয়াহী বলেন: “বর্তমান চুক্তি অনুসারে করোনা ভ্যাকসিনের ৫ মিলিয়নেরও বেশি ডোজ অক্টোবরে ওমানে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আমরা জুলাইয়ের আগে ৩০ শতাংশ লোকের টিকাদান কার্যক্রম শেষ করব। বর্তমান গতিতে ভ্যাকসিন সরবরাহ করা হলে আশা করা যাচ্ছে সপ্তাহে আড়াই লাখ ডোজ ভ্যাকসিন প্রদান সম্ভব হবে।”
তিনি আরো বলেন, “দেশে অনেকে ভুয়া তথ্যে প্রভাবিত হয়ে টিকা গ্রহণে অনীহা প্রকাশ করছে। ভ্যাকসিন নিয়ে মিথ্যা তথ্য প্রচার না করলে সাধারণ মানুষের মাঝে ভ্যাকসিন গ্রহণের মাত্রা আরো ২০ শতাংশ বৃদ্ধি পেতো। তাই সকলকে গুজবে কান না দিয়ে দ্রুত করোনা প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণ করার আহ্বান জানান ওমান সরকারের এই কর্মকর্তা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post