মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে কাবু বিশ্ববাসী। যত দিন যাচ্ছে তত ভয়ংকর হয়ে উঠছে এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছে লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি আতঙ্ক।
এরই মধ্যে করোনায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ফের উদ্বেগজনকহারে বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে করোনা নিয়ন্ত্রণে আরোপিত বিধিনিষেধ শিথিলের পর থেকে ফের ঊর্ধ্বমুখী রয়েছে সংক্রমণ এবং মৃতের সংখ্যা। মঙ্গলবার (৮-জুন) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৫৩ জন এবং মৃতের সংখ্যা ১০ জন।
গতকালের তুলনায় আজ আক্রান্ত বেড়েছে ৩৩৭ জন। দেশটিতে গত ২০ দিন যাবত আক্রান্ত এবং মৃত দুইটাই ঊর্ধ্বমুখী রয়েছে। মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৬৪৮ জন। অপরদিকে মোট সুস্থতার সংখ্যা ২ লাখ ৬ হাজার ২৬ জন।
নতুন ১০ জনের মৃত সহ মোটে মৃতের সংখ্যা ২ হাজার ৪৩৪ জন। বর্তমানে দেশটির সুস্থতার সূচক কমে দাঁড়িয়েছে ৯০.৯ শতাংশে। দেশটির হাসপাতালের গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ১২৯ জন এবং আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩০৩ জন।
এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৯৮৩ জন। আজ নতুন আক্রান্ত, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা সবই ঊর্ধ্বমুখী রয়েছে। এদিকে বাংলাদেশেও অনেক বেড়েছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। আজ বাংলাদেশে নতুন আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩২২ জন এবং মৃতের সংখ্যা ৪৪ জন। তবে জনসংখ্যা অনুপাতে বাংলাদেশের তুলনায় ওমানের করোনা পরিস্থিতি খারাপ অবস্থানে রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post