ওমানে ২৫ কেজিরও বেশি নিষিদ্ধ ও অত্যন্ত বিপজ্জনক মাদক ক্রিস্টাল মেথসহ ৩ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ব্যাগের ভেতরে করে ক্ষতিকর এই মাদক পাচারের সময় কোস্টগার্ডের সহযোগিতায় তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ। এসময় তাদের কাছ থেকে আইস ছাড়াও ৩০ কেজিরও অধিক মারিজুয়ানা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ।
ওমানে গত কয়েক বছর ধরে মাদকের বিস্তার নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে কিশোর এবং নারীদের মাদকাসক্তির হার নিয়ে দুশ্চিন্তাই সবচেয়ে বেশি। অধিকাংশ ক্ষেত্রেই মাদকের যোগান, সরবরাহ এবং বিস্তারে প্রবাসীদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের চলমান লড়াই অব্যাহত থাকবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে।
বিশেষজ্ঞদের মতে ক্রিস্টাল মেথ ইয়াবার মতোই সহজে বহনযোগ্য, তবে ইয়াবার চেয়েও কয়েকগুণ ক্ষতিকর মাদক। যা মানবদেহে অনেক বেশি পরিমাণ প্রতিক্রিয়া তৈরি করে। ইয়াবায় এমফিটামিন থাকে পাঁচ ভাগ আর ক্রিস্টাল মেথ বা আইসের পুরোটাই এমফিটামিন। ফলে ক্রিস্টাল মেথ বা আইস সেবন করলে কারও স্ট্রোক হতে পারে। হার্ট অ্যাটাক হতে পারে। মানসিক অবসাদ বা বিষণ্ণতার কারণে আত্মহত্যার প্রবণতা তৈরি হতে পারে। এবং অন্যান্য ঝুঁকিও আছে। কেউ এতে আসক্ত হলে এটি ছাড়া তিনি আর ঘুমাতে পারেন না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post