চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রদল। এ ঘটনায় ৭ জন শিক্ষার্থী আহত হয়। একদল বহিরাগত তরুণকে এনে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে ছাত্রবাসে উঠতে গেলে এ ঘটনার সূত্রপাত হয়। বিকেল ৫টায় এই রিপোর্ট লেখার সময় শিক্ষার্থীদের সাথে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে, ১৫ বছর পর গতকাল বুধবার দুটি ছাত্রাবাসের জন্য নির্বাচিত ছাত্রদের তালিকা প্রকাশ করে চট্টগ্রাম পলিটেকনিক প্রশাসন। তালিকায় নির্বাচিত শিক্ষার্থীরা আজ দুপুরে ছাত্রবাসে উঠতে গেলে ছাত্রদল নেতাকর্মীদের বাঁধার মুখে পড়ে।
জানা যায়, ছাত্রাবাস খোলার জন্য কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলো চট্টগ্রাম পলিটেকনিকের শিক্ষার্থীরা। গত সোমবারে তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা হয়নি। যার কারণে দ্বিতীয় দিনের মতো বুধবারও শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন তাদের সঙ্গে প্রতিশ্রুতি দিলেও ছাত্রদলের এক অংশের চাপের কারণে ছাত্রাবাস খোলার কাজ বিলম্বিত হয়েছে। এখন তালিকা প্রকাশ হলেও তাদের হলে উঠতে দেওয়া হচ্ছে না।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ বলেন, ‘চট্টগ্রাম পলিটেকনিকে ছাত্রাবাসে উঠা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ চলছে। সেখানে আমাদের একটি দল আছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post