‘সৌদি ভিশন ২০৩০’ প্রকল্পের অধীনে কাজ করতে গিয়ে ২০১৭ সাল থেকে বাংলাদেশিসহ ২১ হাজারেরও বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে শ্রমিকদের সাথে দাসের মতো আচরণ করারও। মারা যাওয়া প্রবাসীদের মধ্যে বেশিরভাগই ভারতীয়, বাংলাদেশী এবং নেপালি শ্রমিক।
তবে, এসব দাবি অস্বীকার করেছে সৌদি আরব। তারা বলছে, এই কাজগুলোর সাথে সম্পর্কিত মৃত্যুর হার প্রতি ১ লাখে ১ শতাংশ। এই সংখ্যাকে তারা বিশ্বব্যাপী সবচেয়ে কম মৃত্যুহার বলেও উল্লেখ করেন।
‘কিংডম আনকাভারড: ইনসাইড সৌদি অ্যারাবিয়া’ শিরোনামের ডকুমেন্টারিতে উঠে আসে এসব তথ্য। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উচ্চাভিলাষী এসব প্রকল্পে অবৈধ কর্মপরিস্থিতি এবং চিত্রও উন্মোচিত হয় এই ডকুমেন্টারিতে। সেখানে শ্রমিকরা ১৬ ঘণ্টার কর্মদিবস এবং ‘দ্য লাইন’ প্রকল্পে বিপজ্জনক কাজের পরিবেশ নিয়েও সাক্ষাৎকার দিয়েছেন।
সৌদি ভিশন ২০৩০ প্রকল্পের মধ্যে বেশ কিছু মেগা প্রকল্পের নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো- রেড সি এবং নিওম, যেখানে ‘দ্য লাইন’ নামক একটি ৫শ’ মিটার উঁচু এবং আয়নার মতো লিনিয়ার শহর নির্মাণ চলছে।
চলতি বছরের বিবিসি নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ‘দ্য লাইন’-এর কাজে ‘লিথাল ফোর্স’ ব্যবহারের অনুমতিও দেয় সৌদি আরব।
এর আগে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর কাতারেও সাড়ে ৬ হাজারেরও বেশি প্রবাসী শ্রমিক মারা যায় বলে অভিযোগ আছে। সেই শ্রমিকদেরও বেশিরভাগ ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশের নাগরিক ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post