দীর্ঘ প্রায় দেড় মাস ফ্লাইট বন্ধ থাকার পর অবশেষে আজ শুক্রবার (৪-জুন) ওমান থেকে সালাম এয়ারের প্রথম ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। শুক্রবার ওমানের স্থানীয় সময় সকাল ৯টায় সালাম এয়ারের A320-251N ফ্লাইট শতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। ফ্লাইটটি বাংলাদেশ সময় বিকেল ৩-১৪ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
উল্লেখ্যঃ দেশে করোনা সংক্রমণ রোধে এবং বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় গত ২-মে ওমান সহ ১২ টি দেশ থেকে বাংলাদেশ প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দীর্ঘদিন ঢাকা মাস্কাট রুটে বিমান চলাচল বন্ধের পর অবশেষে আজ (৪ জুন) থেকে ওমানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ওমান ছাড়া আরো বেশ কয়েকটি দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
এছাড়াও করেনার অতিঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে ওমানের নাম বাদ দিয়ে ওমান থেকে দেশে ফিরলে ১৪ দিনের পরিবর্তে ৩ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নতুন নিয়ম জারি করে বাংলাদেশ। বেবিচক জানায়, কুয়েত ও ওমান থেকে আসা প্রবাসীদের দেশে ফিরেই সরকারি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে ৩দিন থাকতে হবে। তিনদিন পর তাদের করোনা টেস্ট করানো হবে। রিপোর্ট নেগেটিভ আসলেও তাদের ১১ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
বেবিচকের তালিকা অনুযায়ী নেপাল, ভারত, ইরান, তুরস্ক, কাতার,বাহরাইন, ওমান, সাউথ আফ্রিকা, কুয়েত, ইতালি, জার্মানি, গ্রিস, ফ্রান্স, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, সাইপ্রাস, উরুগুয়ে, স্লোভেনিয়া, মঙ্গোলিয়া, আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আজারবাইজান, ব্রাজিল, বেলজিয়াম, চিলি, ক্রোয়েশিয়া, কলম্বিয়া, কোস্টারিকা, এস্তোনিয়া, জর্জিয়া, তিউনিসিয়া, হাঙ্গেরি, ইরাক, লাটভিয়া, লিথুনিয়া, নেদারল্যান্ড, প্যারাগুয়ে ও পেরু এইসব দেশ থেকে কেউ বাংলাদেশে আসলে তাকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে হবে।
মাস্কাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে সালাম এয়ারের এই ফ্লাইট
এ তালিকার মধ্যে নেই এমন কোনো দেশ থেকে কেউ বাংলাদেশে আসলে, তাকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে হবেনা। উক্ত ব্যক্তি নিজ বাড়িতে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিন করতে পারবেন বলে জানিয়েছে বেবিচক। তবে, দেশে আসার আগে ১০ বছরের কম বয়সী ব্যতীত সকলের ক্ষেত্রে আরটি পিসিআর পদ্ধতিতে করোনা টেষ্ট করে নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। ফ্লাইটের ওঠার ৭২ ঘণ্টার মধ্যে করতে হবে করোনা টেস্ট। এ ছাড়াও দেশে আসার পর নিজের বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টিন ঠিক মতো করছেন কিনা, তা স্থানীয় পুলিশ/প্রশাসন নজরদারিতে রাখবে।
প্রবাসীরা দেশে এসে সরকার নির্ধারিত যেসব হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে পারবেন তার তালিকা নিম্নে দেওয়া হইলোঃ-
১। হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা।
২। বেঙ্গল ক্যানারি পার্ক লিমিটেড, প্লট-৮, রোড-১৬/এ, গুলশান-১, ঢাকা।
৩। সিক্স সিজন্স হোটেল, হাউজ-১৯, রোড-৯৬, গুলশান-২, ঢাকা-১২১২।
৪। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯।
৫। রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, এয়ারপোর্ট রোড, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।
৬। হোটেল প্ল্যাটিনাম, ২৪, গারীব-ই-নেওয়াজ, এভেনিউ, সেক্টর-১১, উত্তরা, ঢাকা-১২৩০।
৭। হোটেল গার্ডেন রেসিডেন্স, হাউজ-৩০, রোড-২০, সেক্টর-৩, উত্তরা, ঢাকা-১২৩০।
৮। হোটেল বেঙ্গল ইন, হাউজ-৭, রোড-১৬, গুলশান-১, ঢাকা-১২১২।
৯। স্কাইলিংক লিমিটেড, হাউজ-৭, রোড-১৪, সেক্ট র-১৩, উত্তরা মডেল টাউন, ঢাকা।
১০। হোটেল স্প্রিং হিল অ্যাপার্টমেন্ট, রোড-২৪, হাউজ-৩১, গুলশান-১, ঢাকা-১২১২।
১১। রয়্যাল পার্ক রেসিডেন্স হোটেল, হাউজ-৮৫, রোড-২৫/এ ব্লক-এ, বনানী, ঢাকা।
১২। প্ল্যাটিনাম রেসিডেন্স, বাসা-৪২, রোড-২০/সি, সেক্টর-৪, শাহজালাল এভিনিউ, উত্তরা, ঢাকা-১২৩০।
১৩। হোটেল দি রহমানিয়া ইন্টারন্যাশনাল, ২৮/১/সি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা।
১৪। গ্যালেসিয়া হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, হাউজ-৩৯, রোড-২১, ব্লক-বি, বনানী-ঢাকা।
১৫। ওয়েস্ট পার্ক ইন রেসিডেন্স, হাউজ-৯০, রোড-৩১/এ, ব্লক-সি, বনানী, ঢাকা-১২১৩।
১৬। ন্যাসেন্ট গার্ডেনিয়া, রোড-৮৩, প্লট-২৮, গুলশান-২, ঢাকা-১২১২।
১৭। এনকোরেজ দি রেসিডেন্স, হাউজ-১৪, রোড-১৮, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০।
১৮। ব্লু কাস্টেল হোটেল, হাউজ-৯, রোড-১১, সেক্টর-১, উত্তরা, ঢাকা-১২৩০।
১৯। রাফ্রেসিয়া সার্ভিসড অ্যাপার্টমেন্ট, হাউজ-২, রোড-২২/২৩, গুলশান আর/এ, ঢাকা-১২১২।
২০। লেকসোর হোটেল, গুলশান, রোড-৪১, হাউজ-৪৬, গুলশান-২, ঢাকা-১২১২।
২১। দি ওয়ে ঢাকা, ১০/বি/১, রোড-৫৪/বি, গুলশান-২, ঢাকা-১২১২।
২২। ডরিন হোটেল অ্যান্ড রিসোর্ট সাবেক ফোর পয়েন্ট বাই শেরাটন, ৬/এ, গুলশান নর্থ এভিনিউ, গুলশান-২, ঢাকা-১২১২।
২৩। ন্যাসেন্ট গার্ডেনিয়া রেসিডেন্স, রোড-১, বাড়ি-১৭, ব্লক-বি, নিকেতন, গুলশান, ঢাকা।
২৪। হলিডে এক্সপ্রেস, হাজীক্যাম্পের বিপরীতে, ঢাকা-১২৩০।
২৫। রেনেসা ঢাকা গুলশান হোটেল, সিইএস (এফ) ৩, ৭৮ বীর উত্তম মির শওকত রোড, গুলশান-১, ঢাকা।
২৬। গ্রিন হাউজ, হাউজ-১০, রোড-৩, সেক্টর-১, উত্তরা, ঢাকা।
২৭। প্রিয় নিবাস স্টাইলিস রেসিডেন্টাইল হোটেল, ১৫২/২/কে, পান্থপথ, কলাবাগান, ঢাকা-১২০৫।
২৮। হোটেল অ্যারিস্টোক্রেট ইন লি. হাউজ-১২, রোড-৬৮/এ, গুলশান-২, ঢাকা-১২১২।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post