রিমান্ড চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন দেশ টিভির এমডি আরিফ হাসান। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে।
এর আগে, শনিবার রাতে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয় আরিফ হাসানকে। এরপর পরদিন তাকে হাজির করা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে।
জিজ্ঞাসাবাদের জন্য দেশ টিভির এমডিকে ৩ দিনের রিমান্ডের আবেদন করলে, আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, বিমানবন্দর এলাকায় গত ১৯ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয় নবম শ্রেণির ছাত্র সজীব। এ ঘটনায় গতকাল সজীবের বাবা সুমন বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন। মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আরিফ হাসানসহ ১৫ জনকে আসামি করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post