রাজশাহীর দুর্গাপুরে বিয়ের প্রলোভনে বিধবা এক নারীকে ৬ মাস ধরে ধর্ষণ করার অভিযোগ উঠেছে রাকিবুল ইসলাম রকি নামে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে ভুক্তভোগী নারী ওই নেতার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত রাকিবুল ইসলাম রকি দুর্গাপুরের ধরমপুর মধ্যপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। রাজশাহী কলেজ অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
মামলার এজহার সূত্রে জানা গেছে, ৬ মাস ধরে বিধবা নারীর সঙ্গে রকির প্রেমের সম্পর্ক চলছিল। গত সোমবার (১৮ নভেম্বর) রাতে ওই নারীকে বিয়ে করতে চেয়ে ধরমপুর গ্রামে বন্ধু জীবনের বাসায় তিনি নিয়ে যান। সেখানে তাদের শারীরিক সম্পর্ক হয়। কিন্তু পরের সপ্তাহে বিয়ের কথা বলেন রকি। নারী আপত্তি জানিয়ে সোমবারই বিয়ে করতে বলেন। রকি তাকে জীবনের বাসায় রেখে পালিয়ে যান। পরে ওই নারী বিয়ের দাবিতে জীবনের বাসায় অনশনে বসেন। এসময় জীবন বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে নারীকে তার বাসায় পাঠিয়ে দেন। তবে সমাধান না হওয়ায় অবশেষে থানায় মামলা করলেন ওই নারী।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভিকটিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post