মদিনা সিটি কর্পোরেশন মসজিদে নববীর নিকটবর্তী কেন্দ্রীয় অঞ্চলে প্রথম আধুনিক বহুতল পার্কিং ভবন নির্মাণের কাজ শুরু করেছে।
মদিনা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ জানায়, ১২ তলা বিশিষ্ট এ ভবনে ৪০০টি গাড়ি পার্কিং করার সক্ষমতা নিয়ে তৈরি হচ্ছে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় স্মার্ট মেকানিক্যাল সিস্টেম দ্বারা পরিচালিত হবে এ ভবনটি।
মসজিদে পাশে হজরত বিলাল বিন রবাহ মসজিদের নিকটবর্তী ৯৮২ বর্গমিটার এলাকায় প্রায় ৯০ মিলিয়ন রিয়াল খরচে তৈরি হচ্ছে এটি। ইন্টারনেট অব থিংস (IoT) ব্যবহার করে স্মার্ট পার্কিং ব্যবস্থাপনা থাকবে তাতে।
ঐতিহ্যবাহী নগর স্থাপত্যের সাথে আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে অনন্য এক স্থাপনা হবে বলে মনে করে কর্তৃপক্ষ। স্মার্ট সেন্সর ও স্বয়ংক্রিয় ব্যবস্থা দিয়ে গাড়িগুলোর প্রবেশ ও প্রস্থান সহজতর করা হবে বলেও জানায় তারা। এ পদ্ধতি পার্কিং স্পেস সর্বোচ্চভাবে ব্যবহার নিশ্চিত করবে। যানজট সমস্যার সমাধানে সহায়ক হবে।
এ প্রকল্প মদিনা সিটি কর্পোরেশনের বৃহৎ পরিকল্পনার একটি অংশ। এ পরিকল্পনায় আরও ১৮টি অনুরূপ ভবন নির্মাণের মাধ্যমে ৪৬৬৬টি পার্কিং স্পেস যোগ করার লক্ষ্য রয়েছে মদিনা সিটি কর্পোরেশনের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post