আর্থিকভাবে দুর্বল তিনটি ব্যাংককে ২৬৫ কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বিশেষ গ্যারান্টির আওতায় চারটি বেসরকারি ব্যাংক তাদের উদ্বৃত্ত তারল্য থেকে এ সহায়তা দেয়। তবে তারল্য গ্রহণকারী ব্যাংকগুলোর নাম প্রকাশ করা হয়নি। এর আগে সাতটি দুর্বল ব্যাংককে ৬ হাজার ৫৮৫ কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা এসব তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, যে চারটি ব্যাংক তারল্য সহায়তা দিয়েছে সেগুলো হলো ডাচ্-বাংলা, দ্য সিটি ব্যাংক, ইস্টার্ন ও পূবালী ব্যাংক। গত সেপ্টেম্বর থেকে দুর্বল ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের বিশেষ গ্যারান্টির আওতায় তারল্য সহায়তা দেওয়া শুরু হয়।
এরপর গত ১৪ নভেম্বর দুর্বল সাতটি ব্যাংককে মোট ৬ হাজার ৫৮৫ কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের বিশেষ গ্যারান্টির আওতায় মিউচুয়াল ট্রাস্ট, শাহজালাল ইসলামী, ব্র্যাক, সোনালী ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ওই তারল্য সহায়তা দেয়। সব মিলিয়ে বাংলাদেশ ব্যাংক নিজে দায় নিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দেওয়া তারল্য সহায়তার পরিমাণ দাঁড়াল ৬ হাজার ৮৫০ কোটি টাকা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post