বিজ্ঞানীরা যুগে যুগে কাজ করে যাচ্ছেন নতুন কিছু আবিষ্কারের। সমুদ্রে কতশত প্রাণীদের আনাগোনা। যেগুলোর শতভাগ খোঁজখবর রাখেন গবেষকরা। আবার অনেক প্রাণী কালের বিবর্তনে হারিয়েও গেছে। সম্প্রতি একটি বিরল প্রজাতির সামুদ্রিক কৃমি আবিষ্কার করেছে বিজ্ঞানীরা।
৭০ বছর আগের এই বিরল কৃমির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। স্কুবা ডাইভারদের তোলা কিছু ছবিতে এই কৃমির উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে সিএনএন।
গবেষণায় দেখা গেছে, অস্ট্রেলিয়া থেকে জাপান পর্যন্ত ছড়িয়ে থাকা প্রবালের কলোনিতে সামুদ্রিক ঘোড়ার সঙ্গে সহাবস্থানে ছিল এই কৃমিরা।
হারিয়ে যাওয়া এই সামুদ্রিক কৃমিটির নাম ‘হাপলোসিলিস অ্যান্থোগোর্জিকোলা’ যা এক ধরনের পলিকীট বা ব্রিসল ওয়ার্ম। এটি শাখাবিশিষ্ট গরগোনিয়ান প্রবালে বাসা বাঁধে এবং প্রতি ঘন সেন্টিমিটারে প্রায় ১৫টি কৃমি পাওয়া যায়।
এই কৃমির সাধারণ আকার প্রায় ৬ মিলিমিটার বা ০.২৪ ইঞ্চি। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৯৫৬ সালের পর থেকে এটি আর দেখা যায়নি। প্রথমবার কিয়োটো বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক জীববিজ্ঞানী হুজিও উতিনোমো এই কৃমিটিকে শনাক্ত করেছিলেন।
গবেষণার প্রধান লেখক এবং জাপানের ওকিনাওয়া ইউনিভার্সিটির মলিকুলার ইনভার্টিব্রেট সিস্টেমেটিকস অ্যান্ড ইকোলজি ল্যাবের ডক্টরাল ছাত্রী ক্লোয়ে ফোরো জানান, কৃমিগুলোকে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন কারণ, তাদের আকার ছোট এবং প্রায় স্বচ্ছ হওয়ার কারণে পানির নিচে সহজে নজরে আসে না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post