করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দীর্ঘদিন ঢাকা মাস্কাট রুটে বিমান চলাচল বন্ধের পর অবশেষে আগামী ৪ জুন থেকে পুনরায় ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ওমান ছাড়া আরো বেশ কয়েকটি দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এমতাবস্থায় কোন কোন দেশ থেকে বাংলাদেশ আসলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা লাগবে না তা নিম্নে তুলে ধরা হইলো:-
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তালিকা অনুযায়ী নেপাল, ভারত, ইরান, তুরস্ক, কাতার,বাহরাইন, ওমান, সাউথ আফ্রিকা, কুয়েত, ইতালি, জার্মানি, গ্রিস, ফ্রান্স, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, সাইপ্রাস, উরুগুয়ে, স্লোভেনিয়া,
মঙ্গোলিয়া, আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আজারবাইজান, ব্রাজিল, বেলজিয়াম, চিলি, ক্রোয়েশিয়া, কলম্বিয়া, কোস্টারিকা, এস্তোনিয়া, জর্জিয়া, তিউনিসিয়া, হাঙ্গেরি, ইরাক, লাটভিয়া, লিথুনিয়া, নেদারল্যান্ড, প্যারাগুয়ে ও পেরু এইসব দেশ থেকে কেউ বাংলাদেশে আসলে তাকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে হবে।
এ তালিকার মধ্যে নেই এমন কোনো দেশ থেকে কেউ বাংলাদেশে আসলে, তাকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে হবেনা। উক্ত ব্যক্তি নিজ বাড়িতে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিন করতে পারবেন বলে জানিয়েছে বেবিচক।
তবে, দেশে আসার আগে ১০ বছরের কম বয়সী ব্যতীত সকলের ক্ষেত্রে আরটি পিসিআর পদ্ধতিতে করোনা টেষ্ট করে নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। ফ্লাইটের ওঠার ৭২ ঘণ্টার মধ্যে করতে হবে করোনা টেস্ট। এ ছাড়াও দেশে আসার পর নিজের বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টিন ঠিক মতো করছেন কিনা, তা স্থানীয় পুলিশ/প্রশাসন নজরদারিতে রাখবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post