নাটোরে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে হযরত আলী নামে এক প্রাইভেট শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত হযরত আলী বাগরুম মহল্লার মৃত হাবিবুর রহমানের ছেলে।
আব্দুল কাদের মিয়া জানান, ২০১৮ সালের ৮ জুলাই বিকেলে ভুক্তভোগী শিশু প্রাইভেট পড়তে স্কুলে যায়। প্রাইভেট পড়া শেষে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ওই শিশুকে প্রশ্ন দেখিয়ে দেওয়ার কথা বলে রেখে দিয়ে পরে ধর্ষণ করেন হযরত আলী। পরে ঘটনাটি কাউকে জানালে পরীক্ষায় ফেল করিয়ে দেবেন এবং হত্যার হুমকি দেয়। এরপর ১২ জুলাই শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনা জানতে পারে পরিবারের সদস্যরা। এ ঘটনায় শিশুটির বাবা ওই শিক্ষককে অভিযুক্ত করে নাটোর সদর থানায় মামলা করেন। মামলার পরে হযরত আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩১ জুলাই অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করেন আদালত।
রায়ে জরিমানার ৫০ হাজার টাকা ভুক্তভোগীকে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদের মিয়া।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post