আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে যোগদানে ইচ্ছুক ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের বিমানকে তুরস্কের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি আঙ্কারা। আনাদোলু এজেন্সির বরাত দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, ২৯তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রেসিডেন্ট হারজোগের বিমানকে তুরস্কের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছিল ইসরায়েল। কিন্তু তুরস্ক সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। ফলে অনিবার্য কারণবশত সম্মেলনে যোগ দিতে পারেননি ইসরায়েলি প্রেসিডেন্ট।
গত শনিবার প্রেসিডেন্ট হারজোগের কার্যালয় থেকে এক বিবৃতিতে নিরাপত্তাজনিত কারণ দর্শিয়ে সম্মেলনে তার অংশগ্রহণ বাতিলের কথা জানানো হয়। উল্লেখ্য, সম্প্রতি ফিলিস্তিন প্রশ্নে ইসরায়েলের সঙ্গে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
সম্প্রতি ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবাননে ‘গণহত্যা ও বর্বর আগ্রাসনের’ প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
সৌদি আরব ও আজারবাইজান সফর শেষে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘তুরস্ক ইসরাইলের সঙ্গে আর কোনো ধরনের সম্পর্ক রাখবে না। তুরস্কের ক্ষমতাসীন জোট এই সিদ্ধান্তের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। ভবিষ্যতেও তুরস্কের এই অবস্থান অব্যাহত থাকবে।’
পশ্চিমা দেশগুলোর ইসরায়েলে অস্ত্র সরবরাহ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এরদোয়ান। তিনি বলেন, ইসরায়েলে যতক্ষণ পর্যন্ত এ ধরনের অস্ত্র সরবরাহ অব্যাহত থাকবে, ততক্ষণ তারা আরও বেশি আগ্রাসী হবে এবং ফিলিস্তিন ও লেবাননের পরিস্থিতি আরও খারাপ হবে।
উল্লেখ্য, গত বছর ৭ অক্টোবর গাজা-ইসরাইল সংঘাত শুরুর পর থেকে তেল আবিব ও আঙ্কারার সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি ঘটে। এরই ধারাবাহিকতায় গত মে মাসে তুরস্ক ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে এবং ইসরায়েলে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা হয়। তবে তেল আবিবে এখনও তুরস্কের দূতাবাস কার্যকর রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post