রংপুরের বদরগঞ্জে এক নারীকে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে নিয়ে লাঠিপেটা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মারধরে বাধা দেওয়ায় ওই নারীর বৃদ্ধ মাকেও মারপিট করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় ৬ জনকে আসামি করা হলেও রোববার রাতে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো, ওই নারীর প্রতিবেশী সাইফুল ইসলাম ও গোলজার হোসেন।
ভিডিওতে দেখা যায়, ওই নারীকে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে বাড়ি থেকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় তাকে নারী-পুরুষ মিলে অন্তত পাঁচজন লাঠি দিয়ে বেধড়ক পেটান। এ ঘটনায় বদরগঞ্জ থানায় শনিবার সকালে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পরে লাঠিপেটা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়লে রোববার রাতে মামলাটি গ্রহণ এবং দু’জনকে গ্রেপ্তার করা হয়।
মামলায় বলা হয়েছে, ওই নারীর স্বামী অনেক বছর আগে মারা গেছেন। বৃদ্ধা মা ও ছেলেকে নিয়ে তিনি থাকেন। শুক্রবার দুপুরে বাড়ির পাশে ওই নারীর জমিতে কেটে রাখা ধান গরু ঢুকে নষ্ট করে। এ নিয়ে প্রতিবেশী গোলজার হোসেনের সঙ্গে তার ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে বিকেলে গোলজার হোসেন কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে তাকে লাঞ্ছিতসহ লাঠিপেটা করেন। তাদের বাধা দেওয়ায় ওই নারীর বৃদ্ধা মাকেও পেটান আসামিরা। পরে অন্য প্রতিবেশীরা তাদের উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শাকির মোবাশ্বির জানান, দুই নারীকে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়েছে। এতে ভুক্তভোগী নারীর মায়ের মাথা ফেটে গেছে। আর ভুক্তভোগী নারীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান জানান, ওই ঘটনায় পাওয়া লিখিত অভিযোগটি রোববার থানায় মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। রাতেই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post