ওমানে আজ থেকে কার্যকর হচ্ছে প্রবাসীদের জন্য নতুন নিয়োগ ফি। দেশটিতে ওমানীকরণকে উত্সাহিত করার লক্ষ্যে শ্রম মন্ত্রণালয় এই নতুন নিয়োগ ফি কার্যকর করছে। মন্ত্রীপরিষদের সিদ্ধান্তের সাথে মিল রেখে আজ থেকে বাস্তবায়ন শুরু হচ্ছে এই ফি। সম্প্রতি দেশটির শ্রম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশটিতে উচ্চ ও মধ্যম মানের পেশা, প্রযুক্তি খাত এবং বিশেষায়িত পেশায় প্রবাসী কর্মীদের নতুন ওয়ার্ক পারমিট ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যা আজ পহেলা জুন থেকে কার্যকর শুরু হলো। শ্রম মন্ত্রণালয় আরো জানিয়েছে, বেসরকারি খাতে উচ্চ ও মধ্যম পেশা, প্রযুক্তি খাত এবং বিশেষায়িত পেশায় প্রবাসীদের কাজের সুযোগ তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে সরকার। পহেলা জুন থেকে নতুন সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগকর্তারা প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট ফি নির্ধারণ করবে। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগে সকল নিয়োগকর্তাকে বকেয়া ফি প্রদান করতে হবে।”
এদিকে, ওমানে দিনদিন সংকুচিত হচ্ছে প্রবাসীদের শ্রম বাজার। বিভিন্ন পেশায় ওমানি করনের নীতিতে আগাচ্ছে দেশটির সরকার। এমতাবস্থায় দেশটিতে বসবাসরত প্রবাসীদের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। ইতিমধ্যেই ওমানের সুলতান হাইথাম বিন তারিকের নির্দেশনা মেনে বিভিন্ন খাতে ওমানি নাগরিকদের নিয়োগের প্রক্রিয়া আরো ত্বরান্বিত করার লক্ষ্যে দেশটির বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের সাধারণ পরিচালকদের সাথে যৌথ বৈঠক করছে শ্রম মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post