চট্টগ্রাম নগরীর আকমল আলী ঘাট জেলে পল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে মাছ ধরার জাল ঘর, গোডাউন, জ্বালানি ও মুদিসহ বেশকিছু দোকান। এতে ক্ষতি হয়েছে প্রায় কয়েক কোটি টাকা। তবে কেউ হতাহত হয়নি।
শনিবার (১৬ নভেম্বর) রাতে আগুন লাগে। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। কিন্তু এর আগেই পুড়ে ছাই হয়ে যায় ইলিশসহ সব ধরনের মাছ ধরার জাল এবং মুদির দোকানসহ বিভিন্ন ধরনের ৪০ থেকে ৫০টি ঘর।
প্রত্যক্ষদর্শীরা জানান, আউটার রিং রোডের আকমল আলী প্রান্তে রয়েছে সাগরে মাছ ধরার জাল রাখার ঘর। মাছ ধরা শেষে সেখানেই জেলেরা জাল রাখেন। হঠাৎ আগুন লেগে অন্য ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে।
জেলেরা জানান, সবকিছু হারিয়ে তারা এখন পুরোপুরি নিঃস্ব। প্রতিটি ঘরেই ১৫ থেকে ২০ লাখ টাকার জাল ছিল। আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। সরকারি সহায়তা না পেলে মাছ ধরার কাজে আর যুক্ত হওয়া প্রায় অসম্ভব।
সিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার শাহাদাত হোসেন বলেন, আউটার রিং রোডের আকমল আলী প্রান্তে সাগর পাড়ে এ অগ্নিকাণ্ড ঘটে। রাত ১২ টার পর খবর আসলে সিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ও কেইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তিনি আরও বলেন, সাগর পাড়ে জেলেদের জাল রাখার ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। পরে দ্রুত তা অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post