বায়ুদূষণের কারণে পাকিস্তানের পাঞ্জাবে স্কুল বন্ধ, সরকারি অফিসে অর্ধেক কর্মীকে অনলাইন মোডে স্থানান্তর এবং ভারী যানবাহন চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
এসবের পর এবার এক ভিন্নধর্মী প্রস্তাব নিয়ে এসেছেন পাঞ্জাব প্রদেশের অ্যাডভোকেট জেনারেল (এজিপি)। লাহোর হাইকোর্টে তিনি এ প্রস্তাব উপস্থাপন করেন। তিনি বলেন, দূষণ মোকাবেলায় আগামী বছর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে বিয়ের অনুষ্ঠান করা থেকে বিরত থাকতে বলা হতে পারে পাঞ্জাববাসীকে। তার দাবি, বিয়ের অনুষ্ঠানে শব্দবাজি ও আতশবাজি পোড়ানো হয় যার ফলে বৃদ্ধি পায় দূষণ।
এ সময় অ্যাডভোকেট জেনারেল আরও বলেন, সরকার ধোঁয়া মোকাবিলায় সব জেলায় টাস্কফোর্স গঠন করেছে। ৯ নভেম্বর থেকে সরকার ১০০টি বাস তুলে নিয়েছে।
আইকিউএয়ারের তথ্য বলছে, বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু রয়েছে লাহোরে। ভারতের নয়াদিল্লি এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কিনশাসা যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post