এবারের আইপিএলে খেলতে ১ হাজার ৫৮৪ জন নিবন্ধন করেছিলেন। সেখান থেকে টিকেছেন ৫৮৪ জন। সেই তালিকায় আছেন ১৩ বছর বয়সি এক বিস্ময় বালক। নাম তার বৈভব সূর্যবংশী।
ক্রিকেবিশ্বে তাকে কেউ না চিনলেও ভারতের ক্রিকেটে ইতোমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে গেছেন এই কিশোর। মাত্র ১৩ বছর ২৩৪ দিন বয়সি এই ব্যাটার গড়ে ফেলেছেন বহু কীর্তি।
এই বয়সেই খেলে ফেলেছেন ভারতের অনূর্ধ্ব-১৯ টেস্ট দলে। শুধু যে খেলেছেন ব্যাপারটা এমন নয়। হাঁকিয়েছেন ৫৮ বলে অবিশ্বাস্য এক সেঞ্চুরি। টি-টোয়েন্টি মেজাজে হাঁকানো এই শতক যুব টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড।
শুধু তাই নয়, এই বয়সেই খেলে ফেলেছেন রঞ্জি ট্রফিতেও। বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় এই ক্রিকেটারের। যদিও শুরুটা ভালো হয়নি তার। এখন পর্যন্ত ৫ ম্যাচে মোট রান করেছেন ১০০। সর্বোচ্চ রানের ইনিংস ৪১, সেটি এসেছে এই নভেম্বরেই।
এর বাইরে তিনি খেলেছেন হেমান ও কোচবিহার। বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি ও ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে সূর্যবংশীর রান ৪০০।
ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রানধির বার্মা অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এক বছরে বৈভব বিভিন্ন টুর্নামেন্টে মোট ৪৯টি সেঞ্চুরি করেছে, এমন দাবিও নাকি করেন কেউ কেউ।
দারুণ এই পারফরম্যান্সের পর সূর্যবংশী নাম লিখিয়েছেন আইপিএলের নিলামে। যদিও তিনি দল পাবেন কিনা সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ২৪ ও ২৫ তারিখ নিলাম হলেই জানা যাবে এর উত্তর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post