কুয়েতে স্বর্ণের দাম আরও কমেছে। এক সপ্তাহের ব্যবধানে ভরিতে দুই দিনার কমেছে (বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার টাকার ওপর। বাজার পর্যবেক্ষণে এই তথ্য জানা গেছে।
কুয়েতে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। চলতি বছরের মার্চ থেকে হঠাৎ করে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে কুয়েতেও স্বর্ণের দাম বেড়েই চলছিল। একশ’ ফিলস কমলে তিনশ’ ফিলস বাড়ার প্রবণতা দেখা যায়। দাম কমার কোন লক্ষণই ছিল না।
চলতি সপ্তাহে হঠাৎ করে স্বর্ণের দাম কমতে শুরু করেছে কুয়েতে। গত সপ্তাহে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের মূল্য যেখানে ২৯৫ দিনার ২৮৯ ফিলস ছিল (যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ আঠারো হাজার একশত পনের টাকা) বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৭৩ দিনার ৪৯৬ ফিলস-এ (বাংলাদেশি মুদ্রায় এক লাখ আট হাজার ৩৫৮ টাকায়)।
কুয়েতে সাধারণত স্বর্ণ বিক্রি হয় গ্রাম হিসেবে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে এই প্রতিবেদন লেখার সময়, ২৪ ক্যারেট ১ গ্রাম স্বর্ণের মূল্য বর্তমানে ২৫ দিনার ৩০০ ফিলস-এ বিক্রি হচ্ছে যা গত সপ্তাহে ছিল ২৭ দিনার ৫৯০ ফিলস।
এছাড়া ২২ ক্যারেট ১ গ্রাম স্বর্ণের মূল্য বর্তমানে ২৩ দিনার ২৩৩ ফিলস-এ বিক্রি হচ্ছে যা বাংলাদেশি মুদ্রায় নয় হাজার দুইশত ৯৩ টাকা।অথচ গত সপ্তাহে ২২ ক্যারেট ১ গ্রাম স্বর্ণের দাম ছিল ২৫ দিনার ৩২৫ ফিলস, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দশ হাজার টাকারও বেশি।
২১ ক্যারেট ১ গ্রাম স্বর্ণের মূল্য এখন ২২ দিনার ১৬৫ ফিলস। যা বাংলাদেশি মুদ্রায় আট দশ হাজার ৮৬৬ টাকা। কুয়েতে মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোতে বর্তমানে এক কুয়েতি দিনারের বিপরীতে ৪০০ টাকার কিছুটা ওপর নিচে উঠানামা করছে। বিগত কয়েক মাস থেকেই এই ধারা অব্যাহত আছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post