হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকায় প্রবাসী শ্রমিকদের জন্য প্রশস্ত ও আরামদায়ক ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি বলেন, “আমরা ঘোষণা করতে পেরে সম্মানিত বোধ করছি যে প্রধান উপদেষ্টা সন্ধ্যায় বিদেশ থেকে ফেরার পর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।”
প্রধান উপদেষ্টা আজারবাইজানের রাজধানী বাকুতে বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলন ‘কনফারেন্স অব পার্টিস-২৯ (কপ-২৯)’-এ যোগদানের পর আজ দেশে ফেরার কথা রয়েছে।
গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, “বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) সম্মানিত প্রবাসীদের এবং তাদের পরিবারের সুবিধার্থে বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় একটি প্রশস্ত, আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করেছে।”
“নতুন লাউঞ্জে অপেক্ষার জায়গা, একটি শিশুর যত্নের ঘর, পুরুষ ও মহিলা উভয়ের জন্য প্রার্থনার স্থান এবং একটি যুক্তিসঙ্গত-মূল্যের ক্যাফেটেরিয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।” তিনি বলেন।
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ফ্লাইটের অনেক আগেই বিমানবন্দরে আসা প্রবাসী কর্মীদের এবং তাদের পরিচিতদের সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে সিএএবি।
১১ নভেম্বর অধ্যাপক ইউনূস শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরে দেশের অভিবাসী শ্রমিকদের জন্য ‘প্রবাসী লাউঞ্জ’ নামে একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post