চট্টগ্রামের মিরসরাইয়ে গত বুধবার অনুষ্ঠিত বিএনপির বিশাল জনসমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মধ্যে চুরির ঘটনা ঘটেছে।
হাজার হাজার মানুষের এই সমাগমে সুযোগ বুঝে চোরেরা নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করেছে।সমাবেশস্থলে প্রবেশের সময় ভিড়ের সুযোগে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানিয়েছেন, পকেট থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছে। করেরহাট ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বাবলু জানান, তার কাছ থেকে ৫০ হাজার টাকা চুরি হয়েছে।
এছাড়াও, সমাবেশের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। মিরসরাইয়ের স্থানীয়রা জানিয়েছেন, মিরসরাইয়ের ইতিহাসে এতো বড় কোনো রাজনৈতিক সমাবেশ হয়নি।
বিএনপির দায়িত্বশীলরা স্বীকার করেছেন যে, এ ধরনের বড় সমাবেশে ছোটখাটো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তবে তারা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post