আওয়ামী লীগ একটার পর একটা ষড়যন্ত্র করে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনার ফাঁস ফোনালাপকে নাটক বলে আখ্যা দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। শেখ হাসিনা হিন্দুস্তানের কাছে দেশ বিক্রির পরিকল্পনা করছেন বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (১০ নভেম্বর) রাতে সংযুক্ত আরব আমিরাতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন কাদের এসব কথা বলেন।
দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির যুগ্ম আহবায়ক সরাফত আলী। প্রধান বক্তা ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক সদস্য জাকির হোসেন খতিব।
অনুষ্ঠানে বক্তারা যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন। তারা বলেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যে আচারণ করা হয়েছে, বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে সেটি প্রত্যাহার হয়ে গেছে।
গিয়াস উদ্দিন কাদের বলেছেন, জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। যেকোনো কিছুর বিনিময়ে ঐক্য বজায় রাখতে হবে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের একটা জিনিস করার আছে, তা হলো- হিন্দুস্তানের কাছে দেশটাকে বিক্রি করে দেয়া। দর কষাকষি না করে সে (শেখ হাসিনা) মনে হয় আমাদের দেশটাকে বিক্রি করে দেয়ার পরিকল্পনা করছে। তার এই ইচ্ছা বাংলাদেশের মানুষ পূরণ হতে দেবে না। আমার দৃঢ় বিশ্বাস জাতীয়তাবাদী শক্তি, ব্যক্তি সত্ত্বা ও জাতি সত্ত্বা অবশ্যই দেশ বিকিয়ে দেবে না।’
সভায় আহ্বায়ক সদস্য নূর নবী ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন আহ্বায়ক সদস্য সিরাজুল ইসলাম নওয়াব, ইঞ্জিনিয়ার রফিক আহমেদ, কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক কাজী মঞ্জুরুল আলম, দুবাই বিএনপির সাবেক সভাপতি গোলাপ মিয়া, আবুধাবি বিএনপির সভাপতি মুছা আল মাহমুদ, দুবাই বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী মনসুর, ওমান বিএনপির সভাপতি মোহাম্মদ সোহেল, আজমান বিএনপির সাধারণ সম্পাদক সাঈদ ভূঁইয়া এবং বিএনপি নেতা রুস্তম আলী চৌধুরী।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত বিএনপির বিভিন্ন প্রাদেশিক কমিটির নেতৃবৃন্দ, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post