ব্রাজিল সুপারস্টার নেইমারের ক্যারিয়ার চোটের সঙ্গে লড়তে লড়তেই কেটে যাচ্ছে। টানা এক বছর চোটের কারণে বাইরে থেকে মাঠে ফেরার পর ফের ইনজুরিতে আক্রান্ত হয়েছেন নেইমার। এমতাবস্থায় তাকে সৌদি ক্লাব আল হিলাল ধরে রাখবে কিনা- সেটা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। কিন্তু নেইমার আরও সময় এই ক্লাবে থাকার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন।
চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকায় নেইমারকে সৌদি প্রো লিগের এই মৌসুমে নিবন্ধন করায়নি আল হিলাল। সৌদি ক্লাবটিতে যোগ দিয়ে দলটির হয়ে এখন পর্যন্ত তিনি খেলতে পেরেছেন মাত্র ৭ ম্যাচ। ২০২৫ সালের জুনে সৌদি ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হবে তার। এদিকে তার শৈশবের ক্লাব সান্তোস এফসিও চায় নেইমারকে দলে ভেড়াতে। কিন্তু ব্রাজিলিয়ান এই তারকার চাওয়া ভিন্ন। তিনি আরও থাকতে চান আল হিলালে।
২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক সৌদি আরব। সেই আসরে প্রথমবারের মতো ৪৮টি দল খেলবে। সম্প্রতি সৌদি কর্তৃপক্ষের আহবানে বিশ্বকাপের জন্য তাদের প্রজেক্ট দেখতে গিয়েছিলেন নেইমার। সেখানে সৌদি আরব নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘এখানে (সৌদি আরবে) খেলার সুযোগ পাওয়া এবং এমন দেশে বাস করা মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই আমি সবসময়ই বলি এখানে আমি অনেক বেশি সম্মান পেয়েছি।’
নেইমার আরও বলেন, ‘সৌদি আরবের পুরো আয়োজন দেখে আমি আশ্চর্য হয়েছি। বাইরে থেকে আমরা দেশটি সম্পর্কে ভিন্ন দৃষ্টিভঙ্গি লালন করি। কিন্তু এখানে আসার পর সেই ধারণা বদলে যাবে, খুবই ইতিবাচক পরিবেশ, যা আমি পছন্দ করি। তাই অন্যদের উচিৎ সৌদি সংস্কৃতি জানা। এখানে থাকতে পেরে আমি এবং আমার পরিবারও অনেক খুশি। ইতোমধ্যে এখানে আসার এক বছর হয়ে গেছে এবং আমি এখানে স্থায়ী।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post