সৌদি আরবের আকাশপথ ব্যবহার ইসরায়েলের জন্য হঠাত করে নিষিদ্ধ করা করা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সৌদি এ সিদ্ধান্ত নেয় বলে জানায় তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু। তবে কী কারণে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা প্রতিবেদনটিতে পরিষ্কার করা হয়নি।
গত বছর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল। এরপর ওই বছরের নভেম্বরে ইসরায়েলকে আকাশ ব্যবহারের অনুমতি দেয় সৌদি আরব। কিন্তু হঠাৎ করেই ইসরায়েলি বিমানের জন্য বন্ধ করে দেয়া হলো সৌদির আকাশপথ। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।
ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে আনাদোলু জানায়, সৌদি আরবের আকাশপথ ব্যবহার করতে না দেওয়ায় তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে আমিরাতের উদ্দেশে উড্ডয়নের জন্য অপেক্ষমান ফ্লাইট বাতিল করা হয়। এ কারণে যাত্রীদের ১০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।
ইসরায়েল ও সংযুক্তর আরব আমিরাতের মধ্যে ফ্লাইট চলাচলে সৌদি একটি গুরুত্বপূর্ণ রুট। সৌদির পরিবর্তে অন্য কোনো রুট বেছে নেওয়া হলে ইসরায়েল থেকে তিন ঘণ্টার পরিবর্তে দুবাই পৌঁছাতে আট ঘণ্টার বেশি সময় লাগবে। নিষেধাজ্ঞার কারণ এখনো পরিষ্কার করে জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
উল্লেখ্য: গত বছর (২০২০) সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নেয় ইসরায়েল। ওই বছরের নভেম্বরেই সৌদি আরবও তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয় ইসরায়েলকে। এরপর ডিসেম্বর থেকে ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যে দৈনিক দুটো ফ্লাইটের প্রোগ্রাম ঘোষিত হয়। সৌদির আকাশপথ ব্যবহার করে এই ফ্লাইটগুলো পরিচালিত হতো অপেক্ষাকৃত কম খরচ ও কম সময়ে।
এদিকে গাজা যুদ্ধে কার্যত পরাজিত হওয়ার পর এবার লেবাননের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি। এক ঘোষণায় লেবানকে হুমকি গান্তজ বলেন, ‘গাজায় ইসরায়েল যেই হামলা করেছে তার চেয়েও ভয়াবহ ও শক্তিশালী হামলা হবে লেবাননে। ইসরায়েলি হামলায় কাঁপবে দেশটি।’
লেবাননের বিরুদ্ধে ইসরাইলের ১৯৮২ সালের যুদ্ধের বার্ষিকী উপলক্ষে এক ভাষণে তিনি এ হুমকি দেন বলে ইরনা জানিয়েছে। হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহর সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বেনি গান্তজ বলেন, ‘লেবাননের যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে তার তালিকা তৈরি করা আছে এবং সে তালিকা গাজার তালিকার চেয়েও বড়।’ যদিও লেবাননের হিজবুল্লাহ গাজার প্রতিরোধ সংগঠনগুলোর চেয়েও সামরিক দিক থেকে শক্তিশালী ও অভিজ্ঞ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post