দিওয়ালির পর, এক লাফে সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। পাকা সোনা ও গয়না সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় এক হাজার টাকা কমে গেছে, আর রুপোর দামও প্রতি কেজিতে প্রায় তিন হাজার টাকা কমেছে। এর ফলে মধ্যবিত্তদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।
বিশেষ করে যারা আগামী দিনে বিয়ের অনুষ্ঠান আয়োজন করছেন, তাদের জন্য এই দাম কমা একটি আনন্দের খবর। দাম কমানোর ফলে স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যেও বিক্রি বাড়বে বলে আশা করা হচ্ছে।
তবে বাজারে গিয়ে এই দরে সোনা কিনতে পারবেন না। কারণ, সোনার দামের সঙ্গে যুক্ত হয় জিএসটি এবং মেকিং চার্জ, যা এই দামের ওপর যোগ হয়। ফলে সাধারণ মানুষকে আরও কিছুটা বাড়তি দামে সোনা কিনতে হবে।
শনিবার, সোনার দাম প্রায় এক হাজার টাকা কমলেও, আগামী সপ্তাহে তা আরও কমবে কিনা, তা নিশ্চিত নয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post