ওমানের শীর্ষ বাংলা অনলাইন নিউজ পোর্টাল প্রবাস টাইমে শুরু হলো মাসব্যাপী সাধারণ জ্ঞানের কুইজ ‘সুলতান কাবুস’ প্রতিযোগিতা। সঠিক প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন কিং জালান কোম্পানির সৌজন্যে মাস্কাট টু ঢাকা এয়ার টিকিট অথবা সমপরিমাণ নগদ অর্থ।
মাস্কাট টু ঢাকা এয়ার টিকিট ছাড়াও মাস্কাট সালালাহ মাস্কাট রিটার্ন এয়ার টিকিট অথবা সমপরিমাণ নগদ অর্থ সহ আকর্ষণীয় নানা পুরষ্কার জেতার সুযোগ রয়েছে। এবারের কুইজে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী ছাড়াও সেরা উত্তরদাতা ৫ জনের জন্য থাকবে আকর্ষণীয় পুরষ্কার। একইসাথে প্রতিযোগিতার এই নিউজ লিংক এক মাসে এক হাজার জনের কাছে শেয়ার করেও বিশেষ পুরষ্কার জেতার সুযোগ রয়েছে। কুইজটি চলবে আগামী ২৪ জুন-২০২১ইং পর্যন্ত।
আরো পড়ুনঃ ইসলামিক কুইজে অংশগ্রহণ করে জিতে নিন নগদ অর্থ পুরষ্কার!
আসুন, এক নজরে কুইজের নিয়মাবলী জেনে নিই :
সুলতান কাবুস কুইজ প্রতিযোগিতা সকল প্রবাসীদের জন্য উন্মুক্ত।
কুইজটি খেলতে ক্লিক করুন এই লিঙ্কে http://www.probashtime.net/quiz-sultan
কুইজের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে।
প্রতিটি প্রশ্নের চারটি করে অপশন থাকবে। যে অপশনটি সঠিক মনে হয়, সেই অপশনের ওপর ক্লিক করে উত্তর দিতে হবে।
একজন প্রতিযোগীকে একবার নিবন্ধন করলেই হবে।
একটি আইডি দিয়ে কুইজে একবারই অংশগ্রহণ করতে পারবেন।
প্রত্যেক প্রতিযোগীকে সঠিক নাম, ঠিকানা, পেশা, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নম্বর দিতে হবে। যা বিজয়ীদের ক্ষেত্রে তার জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট কপির সঙ্গে যাচাই করা হবে।
ভুল তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে বিজয়ী হিসেবে অযোগ্য মর্মে বিবেচনা করা হবে।
কুইজের উত্তর দেওয়ার সময় পাবেন ৪০ মিনিট।
একাধিক প্রতিযোগী সমান সংখ্যক প্রশ্নের উত্তর দিলে তাদের মধ্য হতে লটারি করা হবে।
আগামী ২৭-জুন ২০২১ইং রাতে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের বিজয়ী নির্বাচিত করা হবে।
বিজয়ীদের তালিকা একইসঙ্গে ওয়েবসাইটে ও প্রবাস টাইম ফেসবুক পেইজে প্রকাশ করা হবে।
প্রতিযোগিতার পরিচালনা, ফলাফল ও পুরস্কার সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post