ইসরায়েলের সঙ্গে আমাদের ভ্রমণ নিষেধাজ্ঞা অপরিবর্তিত রয়েছে। আমরা ইসরায়েলকে দেশ হিসেবে মানি না। যতদিন আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছি না, ততদিন বাংলাদেশি কোনো নাগরিক সে দেশে যেতে পারবেনা। এমন অবস্থায় কোনো বাংলাদেশি সেখানে গেলে তাকে শাস্তি পেতে হবে। বুধবার (২৬ মে) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনের জনগণের জন্য চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর শেষে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ লেখা বাদ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, পাসপোর্টের সঙ্গে পররাষ্ট্রনীতির কোনো সংঘর্ষ নেই। আমরা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করি না। ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের মতো রয়েছে। বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের সমর্থনে কাজ করে যাবে।
এসময় তিনি বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের হাতে বাংলাদেশের পক্ষথেকে ফিলিস্তিনের জনগণের জন্য চিকিৎসা সরঞ্জাম তুলে দেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনো বাংলাদেশি ইসরায়েলে যেতে পারবেন না। কারণ দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকার করে না বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের অনুমতি নিয়ে যাওয়া, দুনিয়ার সব দেশে সরকারের অনুমতি নিয়ে যেতে পারে। আমরা তো কাউকে কোনো দিন অনুমোদন দেইনি। যতদিন পর্যন্ত প্যালেস্টাইন স্ট্রেট সত্যিকারব্যাপী প্রতিষ্টিত না হয়েছে, ততদিন পর্যন্ত আমরা ইসরায়েলকে স্বীকারই করি না দেশ হিসেবে। ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান বাংলাদেশ সরকারের সমর্থন ও জনগণের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এখন পর্যন্ত যত টাকা সহায়তা হিসেবে এসেছে, তা দেশটির চিকিৎসা সেবায় ব্যয় করা হবে।
তিনি বলেন, গাজায় টাকা পাঠানো সম্ভব নয়, গাজা ১৪ বছর ধরে অবরুদ্ধ হয়ে আছে। ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার একমাত্র উপায় চিকিৎসা সরঞ্জাম পাঠানো। আমরা চিকিৎসা সরঞ্জাম কিনে গাজায় পাঠাবো। আমরা অনুমোদিত এমন একটি মেডিকেল কোম্পানিকে নিয়োগ দিয়েছি যারা গাজায় চিকিৎসা সরঞ্জাম পাঠাতে পারবে। এর মাধ্যমে গাজার জনগণ উপকার পাবে।
উল্লেখ্য: স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ইস্যু করা পাসপোর্টের প্রথম পৃষ্ঠায় লেখা ছিল ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইসরাইল’ (বিশ্বের যেকোনো দেশের জন্য এই পাসপোর্ট কার্যকর থাকবে, শুধু ইসরায়েল ছাড়া)। অর্থাৎ বাংলাদেশি পাসপোর্টধারী কোনো ব্যক্তি শুধু ইসরায়েল ছাড়া বিশ্বের যেকোনো দেশ ভ্রমণ করতে পারবেন। সম্প্রতি পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ লেখা তুলে দেওয়া হয়েছে।
গত সোমবার (২৪ মে) সন্ধ্যায় বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান বাংলাদেশি পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ লেখা বাদ দেওয়ায় খুশি নন জানিয়ে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান। ফিলিস্তিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি পাসপোর্টের ইসরায়েল লেখা বাদ দেওয়া নিয়ে আমি খুশি নই। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর কূটনৈতিক দিক দিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এ সময়ে এই সিদ্ধান্ত ফিলিস্তিনের জনগণের জন্য বেদনাদায়ক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post